প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ২৩:৪৯
সাধারণ ছুটির সঙ্গে রাজধানীর শপিং মল বন্ধের সময়ও বাড়াল ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সংগঠনটি জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ থাকবে।শুক্রবার ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।সমিতির সভাপতি তৌফিক এহেসান বলেন, ঢাকা মহানগর দোকান মালিক কসমিতির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের সকল বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার যে সিদ্ধান্ত হয়েছিল , তার সময়সীমা ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।
ইনিউজ ৭১/ জি.হা