প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১৭:২৯
করোনাভাইরাসের সঙ্কটময় সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মিরপুর পেশাদার ও উদ্যোক্তা ক্লাব। ক্লাবের সদস্য ও আগ্রহীদের সহযোগিতায় গত ২৫শে মার্চ, ২০২০ তারিখ থেকে ‘ফুড ব্যাগ প্রোগ্রাম’ ধারাবাহিকভাবে মিরপুরের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে মিরপুর ক্লাবের পক্ষ থেকে ফুড ব্যাগ বিতরণ করে আসছে। নিম্ন আয়ের দরিদ্র মানুষগুলো আমাদের সমাজেরই অংশ। এখন সবার কাজ বন্ধ, তাই রোজগারও বন্ধ। তাই পেটের তাগিদ তাদের মাঝে মধ্যে রাস্তায় বের হয়ে আসতে দেখা যায়। এই সময়ে সবার নিরাপত্তার কথা মাথায় রেখে ওই সব বিপন্ন মানুষের খাদ্য সহায়তার নাম “ফুড ব্যাগ” প্রোগ্রাম।
মিরপুর ক্লাবের এই উদ্দোগের সহযোগী হিসেবে ক্লাবের সদস্য ও শুভাকাংক্ষী ছাড়াও বিভিন্ন সংগঠন ও এসোসিয়েসন এগিয়ে আসছে সাহায্যের হাত বাড়িয়ে। এরই অংশ হিসাবে ‘মিশন সেইভ বাংলাদেশ’ এর পর এগিয়ে এসেছে ‘বুয়েট ৯০ ব্যাচ’ এর বন্ধুরা। আমাদের এই বুয়েট ৯০ ব্যাচের যেসব বন্ধুরা দেশে বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে এবং বিদেশে ইন্টেল বা মাইক্রোসফটের মত বিশ্বসেরা কোম্পানিগুলোতে পাকাপোক্ত জায়গা করে নিয়েছে, তারা কী অপরিসীম মমতায় দেশকে বুকের মধ্যে লালন করে তা হয়তো করোনা না এলে জানাই হোত না। এই মুহূর্তে করোনার আক্রমণ আমেরিকাতে সবচেয়ে বেশী। দিনেই স্রেফ নাই হয়ে যাচ্ছে হাজারের উপর মানুষ। নিজেদের মহা বিপদের মাঝেও দেশের বিপন্ন মানুষ কিভাবে বাঁচবে এই চিন্তা তাদেরও আচ্ছন্ন করে রাখে। নিজেদের মতো করে ফান্ড রেইজ করে পাঠিয়ে দিচ্ছে দেশে তাদের বন্ধুদের কাছে বিপন্ন মানুষের সহায়তার জন্য। তারই প্রথম ব্যাচের ১০০ ফুড ব্যাগ বিপন্ন মানুষের জন্য প্রস্তুত হলো আজ এবং সেগুলো বিতরন করা হচ্ছে মিরপুরের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের পরিবারের মাঝে। মিরপুর ক্লাব তাদের সবটুকু দিয়ে বিপন্ন মানুষের পাশে "ফুড ব্যাগ" নিয়ে দাঁড়িয়েছে। আজ থেকে তার সাথে যোগ হলো "বুয়েট ৯০ ব্যাচের" বন্ধুরা।