প্রকাশ: ৯ এপ্রিল ২০২০, ৩:৪
ভোলার বোরহানউদ্দিনে মালবাহী ট্রাক আটকে মালের পরিবর্তে ৩৫ জন শ্রমিক পেলেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী। বৃহস্পতিবার বিকালে উপজেলার আলিমুদ্দিন-বাংলাবাজার এলাকায় ত্রিপলে ঢাকা ট্রাক আটকে তল্লাশি চালালে ৩৫ শ্রমিককে পাওয়া যায়। ওই ঘটনায় ট্রাক চালক স্বাধীনকে ৭ হাজার টাকা জরিমানা করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
জানা যায়, ওই ৩৫ ব্যাক্তি জামালপুর জেলার বাসিন্দা। তারা মেঘনা তীর সংরক্ষণ বাঁধের বøকের কাজের শ্রমিক। তারা ট্রাকের উপর ত্রিপল দিয়ে নিচে বসে জামালপুরের দিকে যাচ্ছিল।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী জানান, ওই স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রাক চালক স্বাধীনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৩৫ যাত্রীকে তাঁদের গন্তব্যে পৌঁছার ব্যবস্থা করা হয়েছে।