টাঙ্গাইলে প্রথম বারের মতো এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকার আইটিইএস থেকে টাঙ্গাইলের সিভিল সার্জনকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়। আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলায়। তিনি রোববার নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে নিজ বাড়িতে আসেন। তিনি সেখানে একটি ক্লিনিকে কাজ করতেন । পরে রাতেই তার বাড়ির আশপাশের প্রায় ৩০ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.মো. ওয়াহিদুজ্জামান বলেন , সোমবাার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকায় পাঠানোর হয়। পরে সেখান থেকে আজ রাতে ফোন করে জানানো হয় ওই ব্যক্তির করোনার পজেটিভ এসেছে। আগামীকাল এ রির্পোটটি হাতে পাবো।এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার জানান, ওই গ্রামের একটি পাড়া লকডাউন করা হয়েছে সেখানে প্রায় ৩০ টি পরিবার রয়েছে । ওই এলাকা থেকে কেউ বের হতে পারবেন না আবার কেউ প্রবেশ করতে পারবেন না বলে তিনি জানান৷