নেছারাবাদে অতিজনসমাগম জনিত নিরাপত্তাহীনতার কারনে বৃহৎ ইন্দেরহাট ও মিয়ারহাট নামক দুটি বাজার বন্ধ করার ঘোষনা দেয়া হয়েছে।মঙ্গলবার রাতে নেছারাবাদ উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন ফেসবুক আইডি থেকে এ ঘোষনা দেন।
উপজেলার বৃহৎ ওই বাজারের মাছ বাজার ও কাচা বাজারে অতি মাত্রার লোক সমাগম হয় বিধায় ওই বাজার বন্ধ ঘোষনা হয়। তবে বাজারে মুদি মনোহরি দোকান খোলা থাকলেও তাও প্রতিদিন দুপুর দুইটার মধ্য বন্ধ করতে বলা হয়েছে।ইউএনও জানান,মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে এলাকার ইউপি চেয়ারম্যান ও মেম্বরদের মাধ্যমে বাজার বিকেন্দ্রীকরনের ব্যবস্থা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু জানান,ওইসব বাজারে সরকারি আদেশ অমান্য করে প্রতিনিয়ত মানুষের অতি জনসমাগম ঘটে চলছিল। তাই অতি জনসমাগমজনিত নিরাপত্তাহীনতার কথা ভেবে ওই বাজার দুটি বন্ধ ঘোষনা করা হয়। তিনি আরো বলেন,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।সুটিকাঠি ইউপি চেয়ারম্যান জনাব অসিম জানান, বাজারের অতি লোকসমাগম ঠেকাতে মাছ বাজার ও কাচাবাজার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। মানুষের প্রয়োজনে এলাকায় এলাকায় মাছ ও কাচা তরিতরকারি বিক্রি যাবে।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।