বোরহানউদ্দিন পৌরসভায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৮ই এপ্রিল ২০২০ ১০:০১ পূর্বাহ্ন
বোরহানউদ্দিন পৌরসভায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু

ভোলার বোরহানউদ্দিন পৌরসভায় করোনা ভাইরাস বিস্তার রোধের কারণে কর্মহীণ হয়ে পড়া খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।  পৌর  মেয়র  মো. রফিকুল ইসলাম মঙ্গলবার বিকালে উপজেলা চত্বরে  সামাজিক দুরত্ব বজায় রেখে ওই কার্যক্রম উদ্ভোধন করেন।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক  মো. আবু বকর ছিদ্দিক জানান,করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক মানুষের জন্য এ কার্যক্রম সরকারিভাবে গ্রহণ করা হয়েছে। পৌরসভায় ২ জন ডিলার ১ মে. টন করে ২ মে. টন চাল সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রতি সপ্তাহের রবি,মঙ্গল ও বৃহস্পতিবার বিক্রয় করবেন।

প্রতি কেজি ১০ টাকা দরে শুধুমাত্র পৌর এলাকার লোক পৌরসভা নির্ধারিত পরিবার বা পরিবারের সদস্য সপ্তাহে সর্বোচ্চ ৫ কেজি  চাল কিরতে পারবেন। তিনি আরো জানান, অবিলম্ভে ওই শ্রেণির কার্ড করে দেয়া হচ্ছে। কার্ডধারীদের তালিকার সুপারিশ করবেন  পৌরসভার  মেয়র।  উদ্ভোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু বকর ছিদ্দিক, পৌরসভার কাউন্সিলর  সেলিম  রেজা উপস্থিত ছিলেন। 

ইনিউজ ৭১/ জি.হা