করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দার টেক গ্রামে লকডাউন করা ওই বাড়ির ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের কোনো সংক্রামণ পাওয়া যায়নি। তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা,) ফারহানা আলী। তিনি জানান, গত বুধবার ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দার টেক গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুটি বাড়ি লকডাউন করা হয়।
পরে ওইদিনই সন্ধ্যা রাতে করোনাভাইরাস সংক্রামণে আক্রান্ত সন্দেহ করা এক পুরুষের (৪০) নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্বব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে আজ শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে ওই পুরুষের রিপোর্ট নেগেটিভ আসে। যেকারণে লকডাউন খুলে দেওয়া হয়েছে। তবে তারা অন্তত্ব ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে। এসময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তৌফিক ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম প্রমুখ।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।