শরীয়তপুর জেলাকে করোনা সংক্রমণ থেকে নিরাপদ ও শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে শরীয়তপুর জেলার বিভিন্ন থানা এলাকার বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন অঞ্চলে টহল দেন শরীয়তপুর জেলা পুলিশ।০২ এপ্রিল (বৃহস্পতিবার) শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান জেলার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে টহল দেন।এ সময় উপস্থিতি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার (প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তানভীর হায়দার শাওন, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান,
+পালং মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আসলাম উদ্দিন, জাজিরা থানার অফিসার ইনচার্জ পিপিএম আজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ নড়িয়া থানা হাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক যানবাহন শাখা মোঃ জামাল হোসেন মীর প্রমুখ সহ উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।এ সময় পুলিশ সুপার সকলকে আহবান জানান অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না এবং সরকারী নির্দেশনা অনুযায়ী ঘরে থাকুন ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।