রোটারী করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ এর খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ ২ (এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১ টায় উত্তর টোলারবাগ, দারুসসালাম, মিরপুরে খাদ্য সামগ্রী বিতরন করেন উক্ত সংগঠনের সদস্যরা।ঢাকা শহরের একমাত্র এলাকা উত্তর টোলারবাগ এর লকডাউনকৃত ৪৫ টি বাড়ি সংলগ্ন অবরুদ্ধ বস্তিবাসী ২০০ পরিবারের নিকট এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
বিতরনকালে “রোটারী করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ” এর উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর, রোটারিয়ান শাহ আলম চৌধুরী হিমু, রোটারীয়ান সাদাতুর রহমান খান, রোটারিয়ান আমানুল হক কনক, রোটারিয়ান মাহমুদ হাসান, রোটারিয়ান জি এম নাজমুল হোসাইন, রোটারিয়ান খালেদ ফয়সাল রহমান প্রমুখসহ অন্যান্য রোটারী নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মো: মোস্তাক আহমেদের সরাসরি তত্বাবধানে উক্ত খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমে পুলিশের মিরপুর বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।পুলিশবাহিনীর সহায়তায় রোটারেক্টগন তালিকাভুক্ত প্রতিটি বস্তিবাসী পরিবারের নিকট যথাযথ সতর্কতা অবলম্বনপুর্বক ঘরে ঘরে যেয়ে
খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।রোটারী করোনা সাপোর্ট ইনিশিয়েটিভ একটি সামষ্টিক প্রচেষ্টা, যার মাধ্যমে বর্তমানের বিভিষিকাময় করোনা পরিস্থিতিতে দুস্থ, খেটে খাওয়া, শ্রমজীবি মেহনতী মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হবে। এই কর্মসুচীতে ইতোমধ্যে বিভিন্ন রোটারী ক্লাব, রোটারিয়ানগন, সমাজের বিভিন্নস্তরের মানুষ, কর্পোরেট হাউজ এবং বহুজাতিক কোম্পানীগুলো তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।সকলের মিলিত প্রচেষ্টায় এ দুঃসময়ের মোকাবিলা করবো ঐক্যবদ্ধভাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।