সৌদি থেকে ফিরলেন আরো ৪০৬ জন, হাসপাতালে ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে মার্চ ২০২০ ০৯:৪৮ অপরাহ্ন
সৌদি থেকে ফিরলেন আরো ৪০৬ জন, হাসপাতালে ২

সৌদি আরব থেকে আরও ৪০৬ জন বাংলাদেশি ফিরেছেন। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬টায় তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে,সৌদির ডিপোর্টেশন সেন্টার থেকে তাদের দেশে আসার অনুমতি দেয়া হয়। এসব যাত্রীরা রিয়াদ ও দাম্মামের ডিপোর্টেশন সেন্টারে অবস্থান করছিলেন।

বিমানবন্দরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাপমাত্রা বেশী পাওয়ায় তাদের মধ্য থেকে ২ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেয়া হবে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে কিনা।