সরাইলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ১৭ই মার্চ ২০২০ ০২:৪৬ অপরাহ্ন
সরাইলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন  উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার( ভূমি ) ফারজানা প্রিয়াঙ্কা, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নোমান মিয়া,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল ইসলাম,

ইনিউজ ৭১/ জি.হা

সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাইম মৃদা,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ ইসমত আলী প্রমুখ,পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।এসময় আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উপজেলার সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার সুধিজনেরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/ জি.হা

এ দিকে সকাল সাড়ে ১০টায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা আনুষ্ঠানিকভাবে বৃক্ষ রোপন করেছেন। এ সময়  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  সহিদ খালিদ জামিল খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ  তাসলিম উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/ জি.হা