প্রকাশ: ১৩ মার্চ ২০২০, ০:৫২
মাদারীপুরে মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, পোশাক বিতরণ ও রত্নাগর্ভা মায়েদের সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শহরের পাকদী এলাকায় মানবতার সেবায় পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
প্রবাসীদের আর্থিক সহযোগিতায় সংগঠনটি এ বছর ৩৪ জন মেধাবী কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও তাদের মায়েদেরকে সম্মাননা পুরস্কার প্রদান, ১৫০ জন দুস্থ্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, ৬০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১৫ জন মাদ্রাসার শিক্ষার্থীদের পরিধানের পোশাক বিতরণ করা হয়। এছাড়াও ৪ জন শ্রেষ্ঠ রত্নাগর্ভা মায়েদের সম্মাননা প্রদান ও ৩ জন শ্রেষ্ঠ সমাজকর্মীকে