আসছে ঋতুরাজ বসন্ত। ফাগুনের ঠিক আগ মুহূর্তে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পরিহিত শাড়ী নিয়ে চলে সরস আলোচনা। বিষয়টি নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীও টিপ্পুনি কাটেন। প্রধানমন্ত্রীর শাড়ীর প্রশংসা করতে গিয়ে তার টিপ্পুনি সহ্য করতে হয়েছে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুকে। পরে আরও সংসদ তাকে টিপ্পুনি কাটেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী বর্ণিল (মাল্টি কালার) একটি শাড়ি পড়ে সংসদে আসেন। ওই শাড়িতে হলুদ রঙের ছাপাও ছিল। প্রশ্নোত্তরপর্বে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, ‘মাননীয় সংসদ নেত্রীকে দেখে আজকে মনে হলো বসন্ত খুব শিগগিরই।’
জাপা সাংসদের এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী কিছুটা মজা করে বলেন, ‘আমার মনে হয় মাননীয় সংসদ সদস্যের জানা উচিত বসন্তের যে রঙ, সেটা কিন্তু বাসন্তী রঙ। আমি কিন্তু বাসন্তী রঙ পড়িনি। এখানে অনেক রঙ আছে। কালোও আছে। আমার মনে হচ্ছে মাননীয় সংসদ সদস্য কালার ব্লাইন্ড। এটা বাংলা করলে হয় রঙকানা। জানি না আজকে বাড়িতে গিয়ে ওনার কপালে কী আছে।’