টাঙ্গাইলের ভূঞাপুরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। থানায় অভিযোগ দায়েরের ৪০ দিনের মাথায় মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হোন তারা।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক টিটু চৌধুরী জানান, গত বছর ১৮ ডিসেম্বর স্থানীয় সংবাদকর্মী হৃদয় মন্ডল মোবাইল ফোন হারিয়ে গেছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এরপর মোবাইলটি উদ্ধারে অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফোনটির ব্যবহারকারীকে সনাক্ত করা হয়। এ সময় ওই ব্যবহারকারী জানায় মোবাইলটি সিএনজি থেকে এক নারী আত্মীয় পেয়ে তাকে তাকে ব্যবহার করতে দিয়েছিলো।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম বলেন, যেকোন অভিযোগ পেলেই আমরা তা দ্রুত সমাধান করার জন্য সব রকমের প্রচেষ্টা অব্যাহত রাখি। আগামীতেও প্রতিটি ঘটনায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।