ভোলার তজুমদ্দিনে ব্যাটারী চালিত অটো ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তজুমদ্দিনে হাসপাতালে নিয়ে আসে। পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৫টায় তজুমদ্দিন টু শম্ভুপুর খাসেরহাট সড়কের দাসেরহাট ভবানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড়ে ব্যাটারী চালিত অটো ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় মটরসাইকেল ড্রাইভার রাফেজ (৩৮), আটো ড্রাইভার মোঃ শিপন (১৬), যাত্রী মাওঃ আব্দুল হান্নান (২৮), রিনা রাণী (৫০), মিতু বেগম (২২) ও মাদ্রাসার ছাত্র মোঃ শামীম (১৩) আহত হয়। হোন্ডা ড্রাইভার রাফেজের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে লালমোহন পৌর সভার ১নং ওয়ার্ডে রফিজলের ছেলে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।