জাহাজের পোড়া মবিলকে বিদেশি সরিষা তেল বলে বিক্রি!

নিজস্ব প্রতিবেদক
ফুয়াদ হাসান রঞ্জু, উপজেলা প্রতিনিধি, ভূঞাপুর- টাঙ্গাইল
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০২:৩৭ অপরাহ্ন
জাহাজের পোড়া মবিলকে বিদেশি সরিষা তেল বলে বিক্রি!

টাঙ্গাইলের ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮ টি বেকারী ও একটি তেলের মিলকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২২ জানুয়ারী (বুধবার) সারা দিনব্যাপি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন ও সহকারি কমিশনার(ভূমি) মো.আসলাম হোসাইন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেকারীগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরী করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাগবাড়ি,গোবিন্দাসী বাজার , ভালকুটিয়া ও কয়েড়া এলাকায় ৮ টি বেকারিতে অভিযান পরিচালনা করেন। এসময় ওই ৮ টি বেকারিকে মোট ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সন্ধ্যায় পৌর এলাকার মদিনা অয়েল মিলে অভিযান চালিয়ে ৪৮ ড্রাম ক্রুড অয়েল মিশ্রিত ভেজাল সরিষার তেল জব্দ করে ফেলে দেওয়া হয়। এসময় মিল মালিক আব্বাস আলীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন বলেন, “ভেজাল খাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। ভূঞাপুর উপজেলাকে ভেজাল মুক্ত করার জন্যই আমাদের এ অভিযান। অল্প কিছু জরিমানা করে এদেরকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আবারো এমন ভেজাল বেকারী উৎপাদন করলে ওই ফ্যাক্টরিকে সিলগালা করে বন্ধ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন বলেন তৈল ধ্বংস করা হ‌য়ে‌ছে। এই ঘটনার পরও কেউ যদি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত হয় তাহলে কঠোর শাস্তি প্রদান করা হ‌বে।

ইনিউজ ৭১/এম.আর