টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে গণভবন থেকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে তিনি মোনাজাতে অংশ নেন। পরিবারের অনেক সদস্য ছাড়াও দলের অনেক নেত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে মোনাজাতে অংশ নেন।
গত কয়েকবছর ধরেই বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় এবারও বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন বাংলাদেশের সরকারপ্রধান।
গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয় তাবলিক জামাতের এই বড় সম্মিলন। প্রথম পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ জুবায়ের। আগামী ১৭ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে সাদ কান্ধলভির অনুসারীরা অংশ নেবেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।