হিজলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১০ই জানুয়ারী ২০২০ ০২:৪২ অপরাহ্ন
হিজলায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এসো সবাই ঐক্য গড়ি,সবার অধিকার রক্ষা করি। এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচ আর সি) এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষে বেলা ১১ টায়, হিজলা উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী বের হয়। র্র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয় এবং শহীদ মিনার পাদদেশে মানববন্ধন করা হয়।

এরপর হিজলা উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি কাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ সভাপতি অলি উদ্দিন  তপাদার, মাষ্টার অলি উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুল হক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির খা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন মৃধা, প্রচার সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক ইউসুফ জুলহাস সহ কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।