রবিবার থেকে প্রতিরোধের কবলে পড়ছে রোহিঙ্গা ক্যাম্পের এনজিওরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২রা মার্চ ২০১৯ ০৬:৫৬ অপরাহ্ন
রবিবার থেকে প্রতিরোধের কবলে পড়ছে রোহিঙ্গা ক্যাম্পের এনজিওরা

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওরা আগামী ৩ মার্চ রবিবার থেকে স্থানিয়দের প্রতিরোধের মুখে পড়তে যাচ্ছে। এনজিও গুলো স্থানিয়দের চাকরিতে অগ্রাধিকারের দাবি না মানায় কক্সবাজার-টেকনাফ সড়কে এই প্রতিরোধের ডাক দেয়া হয়।কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওতে স্থানীয়দের চাকরির দাবীতে ” অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়ার” উদ্যোগে উখিয়ার কোর্টবাজার স্টেশনে বিক্ষোভ সমাবেশে এই প্রতিরোধের ডাক দেয়া হয়। অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া’র সভাপতি শরিফ আজাদের সভাপতিত্বে ও ছাত্রনেতা রাশেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেন, এক মাস আগে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও নির্বাহী কর্মকতা নিকারুজ্জামান চৌধুরী রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের সমন্বয় সভায় আন্দোলনরত স্থানীয়দের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার জন্য বিভিন্ন মেয়াদে সময় বেধে দিলেও উক্ত এনজিওগুলো বিভিন্ন অজুহাতে তা মানছে না। যার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের অহিংস আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে যেতে বাধ্য করা হচ্ছে। যার সমস্ত দায়ভার এনজিও গুলোকে নিতে হবে বলে নেতারা কঠোর হুশিয়ারী দেন। সমাবেশে আগামী ৩ মার্চ কক্মবাজার টেকনাফ সড়কে অবস্থান কর্মসূচির পালন করার ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও গুলোতে স্থানীয়দের গণহারে ছাটাই করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতে দেশী-বিদেশী এনজিও গুলো পরিকল্পিতভাবে স্থানীয়দের চাকরী থেকে ছাটাই করছে। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নতুন নতুন চাকরীর ক্ষেত্রে স্থানীয়দের বাদ দিয়ে এনজিও’র কর্তারা বিশেষ সুবিধা নেয়ার মাধ্যমে তাদের স্বজনদের চাকরী দিচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন, অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি শরিফ অাজাদ, উখিয়া বাঁচাও আন্দোলনের সভাপতি সাংবাদিক নুরু মোহাম্মদ সিকদার, শ্রমিক নেতা শাহ আলম, অধিকার বাস্তবায়ন কমিটির মূখ্যপাত্র মন্জুর আলম শাহীন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবছার উদ্দিন শান্ত, যোবায়েত হোসেন, শাহ জাহান, তারেক হাসান, মুফিদুল আলম, রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন, শামীম আশরাফ রিয়াদ, ইরফানুল করিম হেলাল, রফিক আহমেদ, অধিকার বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক তৌসিফ চৌধুরী, জোসেফ, আরমান, রাশেল, আব্দুল মালেক, ছাত্রলীগ নেতা নুরুল আবছার নান্নু, মোহাম্মদ রায়হান, ছাত্রনেতা মোস্তাক আহম্মদ, এমডি মানিক, চাকরিচ্যুত রাশেল, হাসনাত, জিয়াউল হক রানা, সোহেল, সালে আহম্মদ, আরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, সাঈদী, পলাশ বড়ুয়া, কাশেদ নূর, ইব্রাহীম খলিল আশিক, জুবায়েদ হোসেন, জিসান বড়ুয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব