বরিশালের আগৈলঝাড়ায় বিএম কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার। থানায় মামলা দায়েরের পর লাশ মর্গে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নাপুর ইউনিয়নের চাঁপাচুপা গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে, বরিশাল বিএম কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র অর্জুন বিশ্বাস (২২) এর সাথে এক স্কুল ছাত্রীর প্রেমের সর্ম্পক চলে আসছিল।
সম্প্রতি প্রেমিকার সাথে অর্জুনের মনোমালিন্য চলার কারণে প্রেমিকার উপর অভিমান করে অর্জুন মঙ্গলবার গভীর রাতে বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস দেয়। খবর পেয়ে ওসি (তদন্ত) মো. নকিব আকরাম হোসেন ও পিএসআই মিনহাজুল ইসলাম বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে অর্জুনের ঝুলন্ত লাশ উদ্ধার বরেন। এ ঘটনায় বুধবার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, নং-৭(২৭.২.১৯)। লাশ বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।