নেতৃত্ব চাই যক্ষ্মা নিমূলে, ইতিহাস গড়ি সবাই মিলে এই শ্লোগানকে সামনে রেখে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মাদারীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শিপ্লকলা একাডেমী সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর মাদারীপুর জেলা শাখার আয়োজনে এ টিন নিউজের মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম বজলুর রহমান খান, এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার অখিল কুমার, বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার মোঃ রিয়াদ মাহমুদ, আরো উপস্থিত ছিলেন নাটাব ঢাকার ফিল্ড সুপারভাইজার তরুন কুমার বিশ্বাস এসময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সচেতনতার মাধ্যমে যক্ষ্মার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এটি ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে। যক্ষ্মা এমন একটি রোগ, যা যথাযথ চিকিৎসা না নিলে একজন রোগী থেকে বছরে ১০ জনের মধ্যে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুসারে বাংলাদেশ যক্ষ্মার ঝুঁকিতে বিপজ্জনক অবস্থানে রয়েছে। সেজন্যে প্রত্যেককেই যক্ষ্মার বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।এক নাগাড়ে দুই সপ্তাহ বা তার অধিক সময়ের কাশি যক্ষ্মার প্রধাণ লক্ষণ। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা সম্পূর্ণ ভালো হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।