ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের গোসলখানা থেকে উদ্ধার হওয়া সেই মেয়ে নবজাতক মারা গেছে। রোববার রাতে ঢামেকের পুরনো ভবনের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ভোরে নবজাতকটিকে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডের গোসলখানা থেকে উদ্ধার করা হয়েছিল। তার পর তাকে এনআইসিইউতে রাখা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন নবজাতকটির মৃত্যু হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।