
প্রকাশ: ২ জানুয়ারি ২০২০, ১৮:৫৫

নেছারাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদক বিরোধী র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের ব্যানারে ওই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ থেকে মাদক বিরোধী এক বর্নাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি উপজেলার প্রধান কয়েকটি সড়ক প্ররদক্ষিন করে অডিটরিয়ামে পূনরায় মিলিত হয়। সেখানে ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়। এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস, কৃষি কর্মকর্তা
ইনিউজ ৭১/এম.আর
