
প্রকাশ: ২ জানুয়ারি ২০২০, ১৮:২২

মাদারীপুরে উদ্বোধন হলো পাকদী চৌরাস্তা নামে একটি চত্বর। এটি মাদারীপুর পৌর শহরের ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় অবস্থিত। মঙ্গলবার রাতে জমকালো আলোকসজ্জার মধ্য দিয়ে পাকদী চৌরাস্তা চত্বরটি উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন৭ং ওয়ার্ডের কমিনার জাকির হোসেন হাওলাদার, ৭ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান মোল্লা, সমাজসেবক মো: খলিলুর রহমান মৃধা কবির মৃধা, রেজাউল মোল্লা,জামান মৃধা, লেলিন খন্দকার,লিটন ফরাজী, রিপন খন্দকার প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
