
প্রকাশ: ১ জানুয়ারি ২০২০, ৪:২৮
“শিক্ষা ঐক্য প্রগতি, ছাত্রদলের মূলনীতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় সভাপতি সোহেল সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক গাজী ফারুক, পৌর ছাত্রদলের সভাপতি গাজী রুহুল আমিন, সাধারন সম্পাদক শোয়েবুর রহমান, মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন, সাধারন সম্পাদক কাজী ইয়াদুল ইসলাম তুষার প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, তাতীদলসহ অংগসংগঠের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া জীবন বাজি রেখে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন আন্দোলনে ছাত্রদলকে অগ্রনী ভূমিকা রাখার আহ্বান জানান। সবশেষে ১০ পাউন্ডের একটি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করেন সভাপতি সোহেল সিকদার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব