কালিয়াকৈরে বই উৎসবে মুক্তিযোদ্ধা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
খোরশেদ আলম, উপজেলা প্রতিনিধি তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২০ ০৮:৪৯ অপরাহ্ন
কালিয়াকৈরে বই উৎসবে মুক্তিযোদ্ধা মন্ত্রী

সাড়া দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সকল বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথমদিন ১লা জানুয়ারী বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন বই বিতরণ উৎসব উদ্বোধন করেন।

স্থাণীয় একাধিক সুত্র জানায়, প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী বছরের প্রথমদিনই সাড়া দেশে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণের অংশ হিসেবে বুধবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার চান্দরাস্থ জাতিরপিতা বঙ্গবন্ধু সরকারী স্কুলে বই উৎসব উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আলহাজ্ব এড.আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন, সহকারী কমিশনার (ভুমি) ইসতিয়াক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,কালিয়াকৈর পৌর আ্ওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, জাতির পিতা বঙ্গবন্ধু হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন টুটুল সহ স্থাণীয় নেতৃবৃৃন্দ। এর আগে মন্ত্রী উপজেলার লস্করচালা স্কুলে বই উৎসবের শুভ উদ্বোধন করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব