
প্রকাশ: ১ জানুয়ারি ২০২০, ০:৮

“শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগনকে সামনে রেখে বই উৎসবে মেতেছে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা কলাপাড়ার ২১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার ৯ শত ৪৮ জন শিক্ষার্থী। বুধবার বেলা ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সূচনা করেন উপজেলা চেয়ারম্যান রাকিবুল আহসান।

উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে বই উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসীর উদ্দিন প্রমুখ।


অনুষ্ঠান শেষে পৃথক পৃথক ভাবে খেপুপাড়া নেছার উদ্দিন সিনিয়র মাদ্রাসা, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, শোবহান শিকদার মডেল একাডেমিসহ উপজেলার অন্যান্য বিদ্যালয়ে বই বিতরন করা হয়। উপজেলার মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও ভোকেশনাল শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ২০ হাজার বই বিতরন করা হবে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ সূত্র।
ইনিউজ ৭১/এম.আর