
প্রকাশ: ১ জানুয়ারি ২০২০, ২৩:৫৯

টাঙ্গাইল ভূঞাপুরে সারা দেশের ন্যায় আজ ১লা জানুয়ারী (বুধবার) নতুন বছর ২০২০ সাল, ৫২ হাজার ৪ শত ৭৫ জন শিক্ষার্থীর হাতে নতুন ক্লাশের নতুন পাঠ্য বই তুলে দেয়া হয়। এই সময় উপজেলায় ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন। আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডভোকেট আবদুল হালিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শাহজামাল, সাবেক প্রধানশিক্ষক বাবু ভরত চন্দ্র দাস, ম্যানেজিং কমিটির সভাপতি মফিদুল ইসলাম লিটন প্রমুখ।
উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ২০২০ সালে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক ৩০টি বিদ্যালয়ে ১৭হাজার শিক্ষার্থীকে ২লাখ ৪৬ হাজার ৭শত ৮০টি, ২২টি মাদ্রাসায় ৪হাজার ৩শত শিক্ষার্থীকে ৬২হাজার ১শত ৯০টি, ৪৮টি ইবতেদায়ী মাদ্রাসায় ৬হাজার ২শত ৮৫জন শিক্ষার্থী ৪৩হাজার ৩শত টি ও ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২৪হাজার ৮শত ২৮ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। এছাড়াও ৩৮ টি কিন্ডার গার্ডেন ও এনজিও ভিত্তিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাওনেওয়াজ বলেন, সরকার নির্ধারিত সময়ে বছরের প্রথম দিনেই এ উপজেলায় আমাদের আওতাধীন সকল বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য বই বিনামূল্যে তুলে দেয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, ১লা জানুয়ারীতে উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসলাম হোসাইন বলেন, সরকারি নীতিমালা মোতাবেক বছরের শুরুতে ১লা জানুয়ারি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তাদের পাঠ্যবই বিনামূল্যে বিতরণ করা হয়। বই বিতরণে কোন অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য যে সারা বাংলাদেশে প্রায় ৪০কোটি বই বিতরণ করা হয়।

ইনিউজ ৭১/এম.আর