সরাইলে উৎসব মুখরে বই বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ১লা জানুয়ারী ২০২০ ০৫:৩০ অপরাহ্ন
সরাইলে উৎসব মুখরে বই বিতরণ অনুষ্ঠান

আকাশে ঐ প্রকান্ড সূর্য যেভাবে ধনী, গরীব, জাতী, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমানভাবে আলো ও তাপ বিলিয়ে দেয় ঠিক যেভাবে বর্তমান সরকার বছরের প্রথম দিবসেই নতুন পাঠ্যবই বিতরণ করে সবাইকে একাকার করে, সারা দেশের সাথে ব্রাক্ষণবাড়িয়া সরাইলে দিবসটি উৎসবের মধ্যে দিয়ে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পহেলা জানুয়ারী বুধবার দুইটায় সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আখিঁতারা বীরমুক্তিযোদ্বা শহীদ শেখ মেজবাহ উদ্দিন ফারুক কিন্ডার গার্টেন এন্ড স্কুলের মাঠে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো, বিশেষ অতিথি সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সাবেক নোয়াগাঁ ইউপি চেয়ারম্যান মোঃ সাদেক মিয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা ও মোঃ নজরুল ইসলাম।

সাবেক নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মামুন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠা সদস্য মোঃ ফয়সাল আহমেদ মৃধা দুলাল, মোঃ শামীমসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মীগণ ও এলাকার মুরুব্বিগণ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর