
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ২৩:২৩

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় বুলবুলের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ সাত জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে লালুয়া ইউপি কার্যালয়ে এসব পন্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তারিকুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাব’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল।
জানা গেছে, নিখোঁজ এসব জেলেদের পরিবারকে সাবলম্বি করতে সেলাই মেশিন এবং শীতের তীব্রতা থেকে বাঁচাতে গরম কাপড় বিতরন করা হয়েছে। এসময় নিখোঁজ জেলে পরিবার গুলো আর্থিক সহায়তার দাবী জানান। উপজেলা নিবার্হী অফিসার মুনিবুর রহমান বলেন, নিখোঁজ জেলে পরিবার গুলোকে সাবলম্বী করতে সেলাই মেশিন বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহায়তাও প্রদান করা হবে বলে। উল্লেখ্য,লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের সিরাজুল, আলমাচ সরদার, আলমাচ হাওলাদার, সোহেল শরিফ,কাওসার খান,মুনসুর হাওলাদার,নয়া প্যাদা গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ঘুর্নিঝড় বুলবুল’র কবলে পড়ে নিখোঁজ হয়।
ইনিউজ ৭১/এম.আর
