
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের (Apbn Scout Dhaka) পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের ক্যাম্পের আয়োজন করা হয়। তিনদিনের ক্যাম্পটি রাজধানী ঢাকার উত্তরাস্থ লাইটহাউস ক্যারিয়ার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব তোফায়েল আহমেদ (পুলিশ সুপার, অধিনায়ক ১২ ব্যাটালিয়ন, এপিবিএন), জনাব বিল্লাল হোসেন (সিনিয়র এএসপি, এয়ারপোর্ট এপিবিএন), জনাব হিমেল (ডিএনসি, বাংলাদেশ স্কাউটস), জনাব মোঃ মন্জুরুল হক (সভাপতি, ১৫ নং উত্তরা উপ-এলাকা স্কাউট, ঢাকা মেট্রোপলিটন ও অধ্যক্ষ, আইইএস স্কুল এন্ড কলেজ), জনাব মোঃ রিয়াজুল ইসলাম (সম্পাদক, ১৫ নং উত্তরা উপ-এলাকা স্কাউট ও এপিবিএন স্কাউট গ্রুপ)।
সভায় সভাপতিত্ব করেন জনাব রফিকুল ইসলাম সবুজ ( ক্যাম্প চীফ ও অধ্যক্ষ, লাইটহাউস ক্যারিয়ার কলেজ)। উদ্ভোধনী অনুষ্ঠানের ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় শতাধিক স্কাউট উক্ত ক্যাম্পে অংশগ্রহন করেছেন। আগামী ১লা জানুয়ারী ২০২০ ইং তারিখ ক্যাম্প ফায়ারের মাধ্যমে ক্যাম্পের সমাপ্তি ঘোষনা করা হবে।

ইনিউজ ৭১/এম.আর