অসহায় শীতার্তদের কম্বল দিলেন এমপি শিউলি আজাদ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে ডিসেম্বর ২০১৯ ০৬:১৮ অপরাহ্ন
অসহায় শীতার্তদের কম্বল দিলেন এমপি শিউলি আজাদ

গরীব অসহায় শিতার্ত মানুষের  মাঝে কম্বল বিতরন করেন ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)।

মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত  দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের নেতা কর্মী ও জনপ্রতিনিধিকে সঙ্গে নিয়ে এক হাজার গরিব-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া দিনভর শীতার্ত মানুষের  মাঝে কম্বল বিতরণ শেষে মঙ্গলবার গভীর রাতে তিনি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্পটে খোলা আকাশের নিচে শুয়ে থাকা ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় শিউলী আজাদ এমপি নিজ হাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন। 

সরাইল ও আশুগঞ্জের শীতার্ত মানুষের পাশে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ)। শীত নিবারণের সামর্থ নেই এমন গরীব দুস্থ, অসহায়, সাধারণ মানুষকে খুঁজে খুঁজে বের করে নিজ হাতে জড়িয়ে  দিলেন শীতের কম্বল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব