
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৮

রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৯১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে ২৫ জনকে যুগ্ম আহ্বায়ক ও বাকি ৬৪ জনকে সদস্য করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সকল ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর