টেকনাফে গুলাগুলিতে মাদক মামলার আসামী যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০১৯ ১২:৩৯ অপরাহ্ন
টেকনাফে গুলাগুলিতে মাদক মামলার আসামী যুবক নিহত

টেকনাফে ইয়াবা মামলার পলাতক আসামী গুলাগুলিতে নিহত হয়েছে। টেকনাফ সদর ইউপির বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় র‌্যাবের সাথে গুলাগুলির এ ঘটনা ঘটে। এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল হতে ইয়াবা, অস্ত্র এবং বুলেট উদ্ধার করা হয়।

জানা যায়, ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ভোররাত ৩টারদিকে র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের র‌্যাবের টহলদল টেকনাফ সদর ইউপির বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় ইয়াবার চালান খালাসের সংবাদ পেয়ে অবস্থান নেয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলি চালায়। এতে র‌্যাবের দুই সদস্য আহত হয়। র‌্যাবও আত্নরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করেন। কিছুক্ষণ পর গুলিবর্ষণ থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ১০ হাজার ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাঁজা কার্তুজ, ১ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ এক মাদক কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত ব্যক্তি হ্নীলা জাদিমোরা জুম্মা পাড়ার মোঃ ছিদ্দিকের পুত্র মোঃ রুবেল (২২) বলে সনাক্ত করে। নিহত ব্যক্তি ২লাখ ইয়াবা মামলার পলাতক আসামী, নিহত ইয়াবা কারবারী নুর মোহাম্মদ এবং ইয়াবাসহ আটক আমির হামজা গ্রুপের সক্রিয় সদস্য ছিল বলে জানা যায়। সে এখনো এই চক্রের সক্রিয় সদস্য হয়ে নানা অপতৎপরতা চালিয়ে আসছিল। র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব  সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইনিউজ ৭১/এম.আর