'পেনড্রাইভ থেকে সরাসরি প্রকাশ করায় তালিকায় ভুল'

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার ১৮ই ডিসেম্বর ২০১৯ ১১:২২ অপরাহ্ন
'পেনড্রাইভ থেকে সরাসরি প্রকাশ করায় তালিকায় ভুল'

পেনড্রাইভ থেকে সরাসরি প্রকাশ করায় রাজাকারের তালিকা হিসেবে প্রকাশিত তালিকায় ভুল হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক  ম মোজাম্মেল হক।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি তালিকার ভুলও স্বীকার করেন। তবে তিনি এই দাবিও করেন যে, রাজাকারের তালিকা নিয়ে বিএনপি রাজনীতি করতে চায়। 

তিনি বলেন, যাচাই-বাচাই করে আবার রাজাকারের তালিকা প্রকাশ করা হবে। তবে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব