মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র শরীফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা আলী,পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার মোজাম্মেল হক মন্টু, পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।
সংবর্ধনা শেষে ৪৭০ জন বীর মুক্তিযোদ্বা ও পলাশের ২০ জন সাংবাদিককে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হয়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।