
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:২৮

রাজধানীর ফকিরাপুলে সেলিম (১২) নামে এক পথশিশুর গায়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। আগুনে শিশুটির শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সেলিম গুলিস্তান এলাকায় থেকে ভিক্ষা করত। তবে কী কারণে বা কে তার গায়ে আগুন দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. বাপ্পি জানান, তিনি ও তার স্ত্রী রোকেয়াও ভিক্ষা করেন। গত এক সপ্তাহ ধরে তাদের সাথেই থাকে সেলিম। সোমবার বিকেল ৩টার দিকে ফকিরাপুলে মোড়ে বসে ছিলেন তিনি। হঠাৎ সেলিম শরীরে ব্যান্ডেজ করা অবস্থায় দৌড়ে আসে। সে জানান, এক রিকশাচালক ম্যাচ দিয়ে তার শার্টে আগুন ধরিয়ে দিয়েছে। তবে ওই রিকশাচালককে সে চিনে না। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শিশুটির শরীরের ২৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
