
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:২৪

রাজধানীর পল্লবীতে আশরাফুল ইসলাম অমিত (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পল্লবীর রশীদ স্কুলের সামনে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাবার নাম আমিনুল ইসলাম। পল্লবীর সেকশন ১২, ব্লক ডি, লাইন ১১ এর ১২ নম্বর বাসায় থাকেন।
ইরফান নামে এক ব্যক্তি জানান, পল্লবী থানার নাইন ১৪ রশীদ স্কুলের সামনে মিঠুনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান এক যুবক। আমরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, অমিতকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
ইনিউজ ৭১/এম.আর
