উত্তরায় লাইটহাউজ ক্যারিয়ার কলেজে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৭ই ডিসেম্বর ২০১৯ ১১:১৬ পূর্বাহ্ন
উত্তরায় লাইটহাউজ ক্যারিয়ার কলেজে বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা আর দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান "লাইটহাউস ক্যারিয়ার কলেজ" এ পালিত হল মহান বিজয় দিবস। অদ্য ১৬ ডিসেম্বর রোজ সোমবার প্রত্যুষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উৎযাপন কার্যক্রম শুরু হয়। কলেজ অধ্যক্ষের নেতৃত্বে কলেজের প্রভাষকবৃন্দ জাতিয় পতাকা উত্তালন করেন। অতঃপর গৌরব ও অহংকারের প্রিয় স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযুদ্ধ দেরলল  প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। যার মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান প্রতিযোগিতা উল্লেখ যোগ্য। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়। দুপুরে ছাত্র-শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও সুস্থদের জন্য ভুনাখিচুড়ি রান্না ও পরিবেশন করা হয়। সবশেষে বিকেল বেলা দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইনিউজ ৭১/এম.আর