
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ৩:৬

পটুয়াখালীর কলাপাড়ায় বিজয় দিবস উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে কুয়াকাটা পৌর আ.লীগের উদ্যোগে রাখাইন মার্কেটে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।
এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা মহিলা আ.লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আ.লীগের সহ সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা, কুয়াকাটা পৌর আ.লীগের সাধারন সম্পাদক মনির ভূইয়া মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভিপি জিয়াউর রহমান প্রমুখ। এছাড়া এসময় উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর