
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ২:৫১

পিরোজপুরের কাউখালীতে মহান বিজয় দিবসে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন কাউখালী প্রেসক্লাব। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কাউখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু ও সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রেসক্লাবের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সদস্য মোঃ মৃদুল আহম্মেদ সুমন, মোঃ ওমর ফারুক সহ আরও অনেকে।

কাউখালীতে বিজয় দিবসে শহীদ মিনারে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের শ্রদ্ধা: পিরোজপুরের কাউখালীতে মহান বিজয় দিবসে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কাউখালী উপজেলা শাখা। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ বশির আহম্মেদ ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নিলয় তালুকদার, হৃদয় দে, সৌখিন, প্রদীপ, সৈকত গুহ, ইব্রাহীম রাব্বি, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাকিব। এছাড়া প্রিংকা প্রভা হালদার, মাইনুল, সাকিল, শান্ত, জনি, নাছির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বঙ্গবন্ধু ছাত্রপরিষদের অন্যন্য নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর