কক্সবাজারের উখিয়া-টেকনাফ মিডিয়েটর ফোরামদের নিয়ে ইউএনডিপি আয়োজিত প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT)অন মিডিয়েশন "৫ দিনের প্রোগ্রামের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মিডিয়েশন ফোরাম উখিয়া উপজেলার সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেছেন,আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।তৃণমূলের মানুষ মামলা-মোকদ্দমায় হয়রানীর শিকার হচ্ছে, এ থেকে পরিত্রাণের জন্য মিডিয়েটর হিসেবে আপনাদের কাজ করে নিজেদের ভুমিকা জানিয়ে দিতে হবে।তিনি আরো বলেন স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি করণে আপনারা যারা দায়িত্ব নিয়েছেন,তাঁরাই উখিয়া-টেকনাফের মানুষের মাঝে সহাবস্থান নিশ্চিত করবেন আশা করি।
এসময় উখিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল,UNDP'র কক্সবাজারের সমন্ধয়ক দেওয়ান জিন্নাহ,মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন এর ট্রেইনার এড.ইব্রাহিম মিয়া,এড.মশিউর রহমান পারভেজ, হোয়াইক্যং ইউনিয়ন সভাপতি নুর আহমদ আনোয়ারী চেয়ারম্যান, হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী,হলদিয়া পালং ইউনিয়ন মিডিয়েটর ফোরামের সভাপতি সরওয়ার কামাল বাদশা,পালংখালী ইউনিয়ন মিডিয়েটর ফোরামের যুগ্ন সম্পাদক সাংবাদিক শ.ম.গফুর উপস্থিত ছিলেন।প্রশিক্ষক হিসেবে উখিয়া-টেকনাফের চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক, পেশাজীবিসহ ৩০ জন প্রশিক্ষক প্রশিক্ষণ নেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।