
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০:১৯

বরিশালে বিক্ষোভ সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুর পৌঁনে ৩টার দিকে নগরীর নাজিরের পোল এলাকা থেকে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, আ ক ন কুদ্দুসুর রহমান আজ সমাবেশে সরকার পতন ঘটানোর আহ্বান জানিয়ে জ্বালাময়ী বক্তব্য রাখেন। সরকারের বিরুদ্ধে বলার কারণেই আ ক ন কুদ্দুসুর রহমানকে আটক করা হয়েছে। তিনি কুদ্দুসুর রহমানের গ্রেফতারে তীব্র নিন্দা এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
কোতোয়ালী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আসাদ জানান, নাশকতা, পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর বিমান বন্দর থানায় শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন বিমানবন্দর থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের। ওই মামলার আসামি আ ক ন কুদ্দুসুর রহমান। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পরোয়ানা থাকায় আ ক ন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরপরই আকন কুদ্দুসুর রহমানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব