টাঙ্গাইলের গোপালপুরে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের গোপালপুর উপ-কমিটির কল্যাণ তহবিলের টাকা বিতরণ উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২ নভেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় গোপালপুর বাস টার্মিনালে, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ লাল মিয়া এর সভাপতিত্বে, বাস শ্রমিক ইউনিয়নের সম্পাদক আশরাফুল কবির আজাদ এর সঞ্চালনা। দুইজন পঙ্গু শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা বিতরণ করা হয়। এবং মেয়ের বিবাহ তহবিল, ছেলে মেয়েদের শিক্ষা তহবিল ও শ্রমিকদের চিকিৎসা তহবিলের, জন্য এমপি মহোদয় এক লক্ষ টাকা প্রদান ও শ্রমিকদের ড্রেস, আধুনিক বাস টার্মিনাল সহ, ভালো করে সংস্কার করে করবেন এই ঘোষণা দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ এর মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাবু চিত্ত রঞ্জন সরকার, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুকুল,হাদিরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালূকদার, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামী লীগের সাবেক সভাপতি এইস এম ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, শহর আওয়ামীলীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সকল শ্রমিক নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।