কলাপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ২৩:১৬

শেয়ার করুনঃ
কলাপাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে সচেতনতামূলক মাঠ মহড়া ও আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাব সভাপতি হুয়ামুন কবির প্রমুখ।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

মাঠ মহড়ার মাধ্যমে দুর্যোগকালীন সময়ে করনীয় সম্পর্কে জনসেতনতামূলক চিত্র তুলে ধরেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতারণ করা হয়।

ইনিউজ৭১/জিয়া

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে বড় ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে: বিশেষজ্ঞদের কঠোর সতর্কবার্তা

দেশে বড় ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে: বিশেষজ্ঞদের কঠোর সতর্কবার্তা

দেশে ভয়াবহ বড় ভূমিকম্পের ঝুঁকি দ্রুত বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর ঘোড়াশাল উপকেন্দ্রে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পকে তারা বড় ধাক্কার আগের ‘ফোরশক’ হিসেবে বিবেচনা করছেন। গবেষণা বলছে, বড় ভূমিকম্পের আগে সাধারণত ছোট-বড় কম্পনের সংখ্যা বাড়ে—এ ভূমিকম্পও সেই লক্ষণ নির্দেশ করতে পারে। ভূমিকম্প বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী জানান, প্রায় একশ বছর ধরে

আসন্ন নির্বাচন সর্বাঙ্গসুন্দর করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টার

আসন্ন নির্বাচন সর্বাঙ্গসুন্দর করতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান প্রধান উপদেষ্টার

“আমরা শিগগিরই একটি নির্বাচনের দিকে যাচ্ছি, এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করবো”— এমন প্রত্যাশা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। নির্বাচন যেন শান্তিপূর্ণ,

ভূমিকম্পে কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধস, নিহত ৩

ভূমিকম্পে কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং ধস, নিহত ৩

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে রাজধানীর পুরান ঢাকার কসাইটুলীতে একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন— “কসাইটুলীর ওই ভবনের রেলিং ধসে ঘটনাস্থলেই তিনজন

ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের অংশ ধস, ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছে

ভূমিকম্পে আরমানিটোলায় ভবনের অংশ ধস, ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছে

রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভূমিকম্পের প্রভাবেই একটি পাঁচ তলা ভবনের সামনের অংশ ধসে পড়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার কিছু পরই এ ঘটনা ঘটে। ভবনের অংশ বিশেষ ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এলাকাজুড়ে এখনো আতঙ্ক বিরাজ করছে, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সশস্ত্র বাহিনী দিবসে সারাদেশে অনুষ্ঠান

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সশস্ত্র বাহিনী দিবসে সারাদেশে অনুষ্ঠান

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে অবস্থিত শিখা অনির্বাণে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে এ আনুষ্ঠানিকতা পালন করা হয়। দিবসের কর্মসূচি দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে