প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের একজন মানুষও গৃহহারা থাকবে না।’ তিনি আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়কেন্দ্র উদ্বোধন কালে এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার দুর্যোগ প্রশমনে কাজ করে যাচ্ছে। দিন দিন দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা বেড়েছে। আমরা মানুষকে সচেতন করতে পেরেছি।’ উল্লেখ্য, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূটির বিশেষ বরাদ্দের অর্থ দিয়ে তৈরি গৃহহীন মানুষের জন্য ১১ হাজার ২৭৩টি দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।