
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯, ৪:৪৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে নোবেল পুরস্কার না পান সে জন্য অতি উৎসাহীরা ষড়যন্ত্রমূলকভাবে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহরে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। নগরের বন্দর, হালিশহর, ইপিজেড ও পতেঙ্গার পাঁচটি ওয়ার্ডের স্থানীয় সমস্যা নিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম। সভায় সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব