
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ১৮:৩৮

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন ভিসি ড. সাইফুল ইসলাম।ভারতের সঙ্গে চুক্তি নিয়ে ফেসুবকে স্ট্যাটাস দেয়ার জেরে ছাত্রলীগের হাতে নির্মমভাবে খুন আবরার। হত্যাকাণ্ডের বিচারসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছেন বুয়েট শিক্ষার্থীরা।

ডেডবডি ক্যাম্পাসে আনার কথা তাকে কেউ জানায়নি দাবি করে সাক্ষাৎকারে উপাচার্য বলেন, ‘আমি জানি ডেডবডি নিয়ে গেছে। সেদিন কেওয়াটিক পরিস্থিতিতে কোথাকার খবর কোথায় দেয়ার মতো লোকও নেই।’ বেশ কয়েকজন শিক্ষক জানাজায় অংশ নিয়েছেন আপনি তা জানতেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখানে ডেডবডি এসেছে এই খবর আমাকে কেউ বলেনি। এর মধ্যে আমি আবার গিয়েছিলাম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে।’ প্রসঙ্গত ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফাহাদ। এর জের ধরে রোববার রাতে শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তার লাশ সিঁড়িতে ফেলে রাখা হয়।