
প্রকাশ: ৭ অক্টোবর ২০১৯, ০:৪১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার বিকালে বুয়েটের শের-ই-বাংলা হলে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটকদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মোট চৌদ্দজনকে সনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
