
প্রকাশ: ৬ অক্টোবর ২০১৯, ০:৮

রাজধানীর কাকরাইলের ভূঁইয়া ম্যানশন। ঢাকা মহানগর যুবলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের আড্ডাখানা, এটাই যুবলীগের কার্যালয়। অন্য সময়ের মতো রোববারও (৬ অক্টোবর) তিনি এলেন তার কার্যালয়ে। তবে সেই স্লোগান নেই, সেই রাজকীয় রিসিভশন নেই। এলেন নিরাপত্তা হেলমেট পরা র্যাবের হাতে আটক ভিন্ন এক সম্রাট।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব